৫ মে ২০১৭, শুক্রবার

এস.এস.সি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও মোবারকবাদ

নিজেদের সৎ, যোগ্য ও উন্নত চরিত্রবান নাগরিক হিসেবে গঠন করতে হবে

এবার এস.এস.সি, দাখিল ও সমমানের পরীক্ষায় যে সব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৫ মে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“এবার এস.এস.সি, দাখিল ও সমমানের পরীক্ষায় যে সব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে আমি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের ছাত্র-ছাত্রীগণই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের জীবনের সর্বস্তরে কৃতিত্ব অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা পালন করতে হবে। তাদের নিজেদের সৎ, যোগ্য ও উন্নত চরিত্রবান নাগরিক হিসেবে গঠন করতে হবে। বর্তমানে যারা ছাত্র-ছাত্রী তারাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব প্রদান করবে। এ জন্য তাদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

যারা এবার এস.এস.সি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদের সকলের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”