৬ মে ২০২২, শুক্রবার

মাওলানা আবদুস সুবহানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল পশ্চিম সাংগঠনিক জেলার বানারীপাড়া উপজেলার প্রবীণ সদস্য (রুকন) বিশিষ্ট আলেমে দ্বীন সৈয়দকাঠী গ্রামের বাসিন্দা মাওলানা আবদুস সুবহান বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে বেলা দেড়টায় ৮০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৬ মে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা আবদুস সুবহানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৬ মে ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবদুস সুবহানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে জামায়াতে ইসলামী বরিশাল পশ্চিম সাংগঠনিক জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাস্টার আব্দুল মান্নান, জেলা নায়েবে আমীর অধ্যাপক সাইদ আহমদ খান, সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ কাওসার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য আলী আহমদ সেরনিয়াবাদ, মাও কামরুল ইসলাম খান, মাও আবুল কাশেম জহির, মোশারেফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইমলাম, বানারীপাড়া উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত ও সেক্রেটারি হাফেজ সৈয়দ মোজাম্মেল হোসাইন এবং এ্যাড আজম খান গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আবদুস সুবহান ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপ‚র্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।