১ জানুয়ারি ২০১৭, রবিবার

কেন্দ্রীয় মহিলা বিভাগ

১। মহিলা অঙ্গনে সংগঠনের কাজ পরিচালনার জন্য একটি স্বতন্ত্র বিভাগ থাকিবে এবং ইহার নাম হইবে মহিলা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২। মহিলা বিভাগের কাজের উন্নতিকল্পে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিবার জন্য একটি মজলিসে শূরা থাকিবে যাহার নাম হইবে মহিলা মজলিসে শূরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
৩। আমীরে জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া কেন্দ্রীয় মহিলা মজলিসে শূরায় প্রতিনিধিত্বের আনুপাতিকহার ও এলাকা নির্ধারণ করিবেন।
৪। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্যগণের (রুকনগণের) ভোটে মহিলা মজলিসে শূরার সদস্যগণ তিন বছরের জন্য নির্বাচিত হইবেন।
৫। নির্বাচিত মজলিসে শূরার সদস্যগণ দ্বিতীয় পর্যায়ে সারা দেশের মহিলা সদস্যগণের (রুকনগণের) মধ্য হইতে দশজন মহিলা মজলিসে শূরা সদস্য নির্বাচিত করিবেন।
৬। আমীরে জামায়াত মহিলা মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া মহিলা মজলিসে শূরার সদস্য মনোনীত করিতে পারিবেন যাহাদের মোট সংখ্যা নির্বাচিত সদস্যগণের ১৫% এর অধিক হইবে না।
৭। মহিলা মজলিসে শূরার সদস্যগণ আমীরে জামায়াত বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
৮। আমীরে জামায়াত কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া মহিলা মজলিসে শূরার সদস্যগণের মধ্য হইতে একজনকে মহিলা বিভাগের সেক্রেটারী নিযুক্ত করিবেন যাহার পদবী হইবে সেক্রেটারী, মহিলা বিভাগ অথবা মহিলা বিভাগীয় সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৯। সেক্রেটারী, মহিলা বিভাগ, মহিলা মজলিসে শূরার সদস্যগণের উপস্থিতিতে আমীরে জামায়াত বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
১০। মহিলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত একটি হইতে হইবে।
১১। আমীরে জামায়াতের সম্মতিক্রমে সেক্রেটারী, মহিলা বিভাগ, মহিলা মজলিসে শূরার অধিবেশন আহ্বান করিবেন।
১২। মহিলা মজলিসে শূরার সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে।
১৩। সেক্রেটারী, মহিলা বিভাগ, মহিলা মজলিসে শূরার অধিবেশনে সভানেত্রীত্ব করিবেন।
১৪। মহিলা মজলিসে শূরায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ আমীরে জামায়াতকে অবহিত করিবেন।
১৫। মহিলা মজলিসে শূরার কোন আসন শূন্য হইলে ৩ মাসের মধ্যে উহা পূরণ করিবেন।
১৬। মহিলা মজলিসে শূরায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য মহিলা মজলিসে শূরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শূরার সদস্যগণ কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদ নির্বাচন করিবেন।
১৭। কেন্দ্রীয় মহিলা কর্ম পরিষদের সদস্যগণ আমীরে জামায়াত বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
১৮। কর্মপরিষদ সদস্যদের কেউ শূরার সদস্য না হইলে তিনি পদাধিকার বলে শূরার সদস্য হইবেন।
১৯। সেক্রেটারী, মহিলা বিভাগ যখনই প্রয়োজন বোধ করিবেন কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদের বৈঠক আহ্বান করিবেন।
২০। কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদ সদস্যগণের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে বৈঠকের কোরাম হইবে।
২১। সেক্রেটারী, মহিলা বিভাগ কেন্দ্রীয় মহিলা কর্ম পরিষদের বৈঠকে সভানেত্রীত্ব করিবেন।


(খ) জেলা/মহানগরী মহিলা বিভাগ

(গ) উপজেলা/থানা মহিলা বিভাগ

(ঘ) পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা বিভাগ