১। কর্তব্য
সামষ্টিকভাবে জেলা/মহানগরী মজলিসে শূরা এবং ব্যক্তিগতভাবে উহার প্রত্যেক সদস্যের কর্তব্য নিম্নরূপ হইবেঃ
(ক) আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য ও আদেশ পালনকে সবকিছুর উপরে গুরুত্ব প্রদান করা।
(খ) মজলিসে শূরার অধিবেশনসমূহে নিয়মিত যোগদান করা।
(গ) প্রত্যেক বিষয়ে নিজের ইলম, ঈমান ও বিবেক-বুদ্ধি অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় প্রকাশ করা।
(ঘ) জামায়াত ও উহার কাজে যেখানে যতটুকু দোষ-ত্র“টি অনুভূত হইবে তাহা দূর করিবার চেষ্টা করা।
২। ক্ষমতা
জেলা/মহানগরী মজলিসে শূরার ক্ষমতা নিম্নরূপ হইবে ঃ
(ক) জেলা/মহানগরী নায়েবে আমীর, জেলা/মহানগরী সেক্রেটারী ও বিভাগীয় সেক্রেটারীগণের নিয়োগ ও অব্যাহতির ব্যাপারে জেলা/ মহানগরী আমীরকে পরামর্শ দান।
(খ) জেলা/মহানগরী ও অধঃস্তন সংগঠনসমূহের কাজ তদারক ও নিয়ন্ত্রণ।
(গ) জেলা/মহানগরীর সার্বিক পরিকল্পনা ও বাজেট অনুমোদন।
(ঘ) জেলা/মহানগরী ও অধঃস্তন সংগঠনগুলির বাইতুলমালের হিসাব পরীক্ষা।
(ঙ) জেলা/মহানগরীর দায়িত্বশীলদের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ ও পর্যালোচনা।
(চ) জেলা/মহানগরী নির্বাচন কমিশন গঠন।