১ জানুয়ারি ২০১৭, রবিবার

জেলা/মহানগরী মজলিসে শূরা

১। প্রত্যেক জেলা/মহানগরীতে মজলিসে শূরা থাকিবে।

২। জেলা/মহানগরীর বিদায়ী মজলিসে শূরা প্রত্যেক নির্বাচনের পূর্বে পরবর্তী মজলিসে শূরায় জেলা/মহানগরী সদস্য (রুকন) গণের প্রতিনিধিত্বের আনুপাতিকহার নির্ধারণ করিবে।
৩। জেলা/মহানগরী মজলিসে শূরা নিম্নরূপে গঠিত হইবে।
(ক) জেলা/মহানগরীর বিদায়ী মজলিসে শূরা কর্তৃক নির্ধারিত জামায়াত সদস্য (রুকন) গণের প্রতিনিধিত্বের আনুপাতিকহার মোতাবিক শূরা সদস্য নির্বাচন করিবেন। কিন্তু কোন উপজেলা/থানা প্রতিনিধিত্ব হইতে বঞ্চিত হইবেনা।
(খ) মজলিসে শূরার নির্বাচিত সদস্যগণ দ্বিতীয় পর্যায়ে জেলার সদস্যগণের (রুকনগণের) মধ্য হইতে নির্বাচিত শূরা সদস্যগণের এক পঞ্চমাংশ, মজলিস সদস্য নির্বাচিত করিবেন।
(গ) বিদায়ী মজলিসে শূরা কর্তৃক নির্ধারিত হারে জেলা/মহানগরী ইউনিটের প্রতিনিধিত্ব থাকিবে।

১। জেলা/মহানগরী মজলিসে শূরার কার্যকাল হইবে দুই বৎসর।
২। জেলা/মহানগরী আমীর পদাধিকার বলে জেলা/মহানগরী মজলিসে শূরার সভাপতি হইবেন।
৩। জেলা/মহানগরী নায়েবে আমীর ও জেলা/মহানগরী সেক্রেটারী (যদি মজলিসে শূরার সদস্য না হইয়া থাকেন) পদাধিকার বলে জেলা/মহানগরী মজলিসে শূরার সদস্য হইবেন।
৪। মজলিসে শূরার সদস্য নন জেলা/মহানগরী কর্মপরিষদের এমন সদস্যগণ পদাধিকার বলে জেলা/মহানগরী মজলিসে শূরার সদস্য হইবেন।
৫। জেলা/মহানগরী আমীর জেলা/মহানগরী মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া প্রয়োজনীয় সংখ্যক সদস্যকে (রুকন) জেলা/মহানগরী মজলিসে শূরায় মনোনীত করিতে পারিবেন, যাহাদের মোট সংখ্যা জেলা/মহানগরী মজলিসে শূরার নির্বাচিত সদস্যগণের এক-পঞ্চমাংশের অধিক হইবে না।
৬। জেলা/মহানগরী মহিলা মজলিসে শূরার সদস্যগণ জেলা/মহানগরী মজলিসে শূরার সদস্য হইবেন।
৭। জেলা/মহানগরী মজলিসে শূরার কোন আসন শূন্য হইলে দুই মাসের মধ্যে উহা পূরণ করিবেন।
জেলা/মহানগরী মজলিসে শূরার অধিবেশন


১। জেলা/মহানগরী মজলিসে শূরার নির্বাচন সম্পন্ন হওয়ার এক মাসের মধ্যেই জেলা/মহানগরী আমীর নির্বাচিত মজলিসের উদ্বোধনী অধিবেশন আহ্বান করিবেন এবং এই অধিবেশনে মজলিসের প্রত্যেক সদস্য জেলা/ মহানগরী আমীরের সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
২। জেলা/মহানগরী মজলিসে শূরার সাধারণ অধিবেশন বৎসরে কমপক্ষে তিনটি হইবে।
৩। জেলা/মহানগরী মজলিসে শূরার জরুরী অধিবেশন নিম্নলিখিত অবস্থায় যে কোন সময় আহ্বান করা যাইবেঃ
(ক) জেলা/মহানগরী আমীর ইহার প্রয়োজনবোধ করিলে, অথবা
(খ) জেলা/মহানগরী মজলিসে শূরার এক-তৃতীয়াংশ সদস্য লিখিতভাবে দাবী জানাইলে, অথবা
(গ) আমীরে জামায়াত ইহা অনুষ্ঠানের নির্দেশ দিলে।
৪। জেলা/মহানগরী মজলিসে শূরার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে।