৬ জানুয়ারি ২০১৭, শুক্রবার

বাণিজ্য

১. দেশীয় শিল্পের বিকাশ, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধি অক্ষুণ্ণ রেখে উপযুক্ত আমদানি ও রপ্তানি নীতি ঘোষণা করা হবে যাতে বিভিন্ন দেশের সাথে বিরাজমান বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।  
২. বাণিজ্যনীতিতে অত্যাবশ্যকীয় পণ্য ও উৎপাদন উপকরণ আমদানির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।
৩. অপ্রচলিত পণ্য রপ্তানির বিশেষ উদ্যোগসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে প্রতিবেশী ও মুসলিম বিশ্বের সাথে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।
৪. মুসলিম বিশ্বের সাথে বাণিজ্যিক কূটনীতিকে অগ্রাধিকার দেয়া হবে।
৫. বিলাসবহুল গাড়ী, প্রসাধনী ও অন্যান্য দ্রব্য আমদানি নিরুৎসাহিত করা হবে এবং এ সব পণ্যের উপর ব্যাপকভাবে করারোপ করা হবে।
৬. আমদানি নির্ভরতা কমানো ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আভ্যন্তরীণ বাজারের চাহিদা নিরুপণ করে সংশ্লিষ্ট নিত্যব্যবহার্য পণ্য উৎপাদন শিল্প গড়ে তোলা হবে।
৭. অপ্রয়োজনীয় পণ্যের আমদানি কমিয়ে এবং মাল্টি ন্যাশনাল পুঁজি ও পণ্যের মোকাবিলায় দেশীয় পুঁজি ও শিল্পকে সার্বিক সহায়তা দান করা হবে।