৬ জানুয়ারি ২০১৭, শুক্রবার

দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা

১. শিল্প-বাণিজ্য, কৃষি, ব্যাংক ঋণ ইত্যাদির মাধ্যমে দারিদ্র্য বিমোচনমূলক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের একটা কার্যকর ব্যবস্থা হিসেবে যাকাত ব্যবস্থাকে কাজে লাগানো হবে।
২. প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করে অতিদরিদ্র জনগোষ্ঠিকে কাজের আওতায় আনা হবে।
৩. নারীর ওপর নির্ভরশীল অতিদরিদ্র পরিবারের জন্য বিশেষ আর্থিক ব্যবস্থা নেয়া হবে।
৪. উত্তর বঙ্গের মঙ্গা সমস্যার স্থায়ী সমাধান কল্পে মঙ্গাপ্রবণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি কাজের ওপর নির্ভরশীল লোকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থাসহ এলাকায় কৃষি বহুমুখীকরণ এবং নিশ্চিত বেতনভিত্তিক নিয়োগ দেয়ার guaranteed wage employment) ব্যবস্থা নেয়া হবে।
৫. বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।