8 February 2017, Wed

শ্রমিক সমাবেশে মাওলানা নিজামী

নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতির দরজা বন্ধ করার চেষ্টা কারো জন্যই শুভকর নয়

জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে নিজেরা ক্ষেত্র তৈরি করে দেশব্যাপি চিরুণী অভিযান শুরু করেছে। এ ধরনের ঘটনা ঘটানো হয়, মূলত: বিরোধী দলকে রাজনৈতিক অঙ্গন থেকে উৎখাতের জন্য। তিনি বলেন, ৭২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইসলামী দল নিষিদ্ধ করেছিল। আর ৭৫ সালে সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এবারও দেশকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরো বলেন, সরকার নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতির দরজা বন্ধ করার চেষ্টা করছে। অতীতে সেই চেষ্টা কারো জন্যই ভালো হয়নি। এ দরজা বন্ধ হলে অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক দরজা খুলে যায়। এটা কারো জন্যই শুভকর নয়। তিনি উল্লেখ করেন, ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত, তারা গঠনমূলক ভূমিকা পালন করে থাকেন। তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে অভ্যস্ত। কোন ধ্বংসাত্মক কাজে তারা জড়িত নয়।

গতকাল মঙ্গলবার বিকেলে মগবাজারস্থ আলফালাহ্ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেডারেশনের মহানগরীর সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান। বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খান, মহানগরীর সহ-সভাপতি মীর্জা মিজানুর রহমান, শ্রমিক নেতা মুস্তাফিজুর রহমান, এডভোকেট এস.এম আবদুল হাই।

মাওলানা নিজামী তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে নিজেরা ক্ষেত্র তৈরি করে দেশব্যাপি চিরুণী অভিযান শুরু করেছে। এর শিকার চট্টগ্রাম শ্রমিক নেতা অধ্যাপক আহসান উল্লাহ, রাজশাহীর শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সভাপতি। তিনি তাদের নি:শর্ত মুক্তি দাবী করেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, তারা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। বাস্তবেও এর অনুসারী। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে দেশের স্বার্থ বিরোধী সব কাজের প্রতিবাদ করায় আমরা অভ্যস্ত। ঈমান আকিদার ওপর আঘাত আসলে এর প্রতিবাদ আমরা করে থাকি।

তিনি আরো বলেন, আমরা উন্নয়ন উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। ক্ষমতায় যেই থাকুক না কেন, আর্থ সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, আমরা তা আন্তরিকভাবেই কামনা করি। তিনি বলেন, জ্বালাও পোড়াও এর রাজনীতিতে আমরা কখনই বিশ্বাসী ছিলাম না। উন্নয়ন উৎপাদনের স্বার্থে শ্রমিক-মালিক সমঝোতার ভিত্তিতে ভূমিকা পালনের পক্ষে। তিনি শ্রমিক নেতৃবৃন্দের গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, তাদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির প্রতি অশ্রদ্ধা অসম্মানই প্রদর্শন করলো। তিনি তাদের নি:শর্ত মুক্তি দাবি করেন।

আমীরে জামায়াত সরকারকে অদূরদর্শী ও অপরিণামদর্শী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন-শৃক্মখলা পরিস্থিতি শান্ত রাখতে হয়। হানাহানির পরিবেশ যেন সৃষ্টি না হয়, এজন্য সরকারের পক্ষ থেকেই সুনজর থাকতে হয়। কিন্তু গত এক বছরে সরকারের কর্মকান্ডে সেই প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর মারা যায় সরকারি দলের ছাত্রসংগঠনের দুই গ্রুপের মারামারির কারণে। সে সময় কোন চিরুণী অভিযান দেখা যায়নি। মোমেনশাহীর আনন্দ মোহন কলেজে শতবার্ষিকী অনুষ্ঠানে মহিলাদের প্যান্ডেলে পৈশাচিক কর্মকান্ড চালানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা নজরে নিয়েছে বলে মনে হয় না। তিনি বলেন, প্রতিনিয়তই কোথাও না কোথাও মানুষ খুন হচ্ছে। ঢাকায় ওয়ার্ড কমিশনার খুন হলো। সে সময়ও কোন চিরুণী অভিযান দেখা যায়নি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেক্রেটারি নোমানীকে হত্যা করা হয়। সে সময়ও চিরুণী অভিযানের কথা শুনা যায়নি। আমীরে জামায়াত বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্ভেদ্য ঘটনা ঘটেছে। ভিসি বলছেন, পুলিশ কমিশনার বিশ্বাসঘাতকতা করেছেন। আর পুলিশ কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে বলছেন, সব আকাম-কুকাম ওনারাই করেছেন। তিনি ভিসিকে লক্ষ্য করে বলেন, ওই রাতে কি ঘটনা ঘটানোর জন্য আঁতাত বা চুক্তি হয়েছিল। কি সেই চুক্তি, যে অনুযায়ী কাজ না করার কারণে বিশ্বাসঘাতকতার মতো ঘটনা ঘটেছে। তিনি পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলেন, সব আকাম-কুকাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করে থাকে, তাহলে কেন রাজশাহী মহানগরীর জামায়াতের আমীরকে গ্রেফতার করা হলো? কেন সারা দেশে চিরুণী অভিযানের নামে হিংসার আগুন ছড়িয়ে দেয়া হলো? তিনি উল্লেখ করেন, কোন দায়িত্বশীল সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ময়দান উত্তপ্ত করতে পারে না। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটানো হয়, মূলত: বিরোধী দলকে রাজনৈতিক অঙ্গন থেকে উৎখাতের জন্য। তিনি আরো বলেন, ৭২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইসলামী দল নিষিদ্ধ করেছিল।

আর ৭৫ সালে সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এবারও দেশকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, এবার ইসলামী দলকে নিষিদ্ধ করার ক্ষেত্র তৈরি করার জন্যই জ্বালাও পোড়াও এর মাধ্যমে উস্কে দেয়া হচ্ছে। কারো উস্কানীতে আমরা পা দিবো না। তিনি আরো বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে দেশের স্বার্থের পক্ষে, জনস্বার্থ ও ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করা আমরা দায়িত্ব মনে করি। জ্বালাও পোড়াও নয়, আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবোই। তিনি উল্লেখ করেন, ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত, তারা গঠনমূলক ভূমিকা পালন করে থাকেন। তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে অভ্যস্ত। কোন ধ্বংসাত্মক কাজে তারা জড়িত নয়। মাওলানা নিজামী বলেন, আওয়ামী লীগ ভিন্নমতের রাজনীতি বরদাশত করে অভ্যস্ত নয়। '৭২-'৭৫ এ তা তারা করেনি। '৯৬-২০০১ এও তা করেনি। এবারও সেই ধারায় এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কাদা ছোঁড়াছুঁড়ির নোংরা রাজনীতির পরিণতি দুঃখজনক হয়। এখন সেই আলামতই দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে যারা যে অবদান রেখেছে, তা স্বীকার করেই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের জাতীয় নেতারা কোন দলের একার সম্পদ নয়, তারা জাতীয় সম্পদ। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে অশ্রদ্ধামূলক মন্তব্য না করার আহবান জানিয়ে বলেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশের জন্য সকলেরই উচিত সম্মানজনক আচরণ করা। আমীরে জামায়াত বলেন, টিপাইমুখ বাঁধসহ প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ে দেশের স্বার্থ রক্ষা করতে ব্যর্থতার জন্য দেশের বিভিন্ন স্থানে জনসভা করে। সরকার এগুলোকে ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবে গ্রহণ করে। এতে ভীত সন্ত্রস্ত না অন্য কারণে জাতির দৃষ্টি অন্য দিকে নিয়ে যেতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো স্পর্শকাতর জায়গাকে বেছে নেয়া হয়েছে।

তিনি বলেন, ছাত্র নিহত হওয়া কারো কাম্য হতে পারে না। এটাকে দলীয়ভাবে না নিয়ে কেএ ঘটনা ঘটালো, কীভাবে ঘটালো তার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করা উচিত ছিল, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। কিন্তু তদন্ত হওয়ার আগেই বিশেষ দলের ওপর দায় চাপিয়ে দিয়ে সংঘাতের রাজনীতি শুরু করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের পরিবেশ সৃষ্টি অতীতে সুখকর হয়নি। সুধীজনরা বলছেন, দেশকে ১/১১'র দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি বলেন, আবারো ১/১১ ঘটুক আমরা কেউ চাই না। ১/১১ বাংলাদেশে রাজনীতির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামী শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্রমাণিত হয়েছে। এ ধরনের পরিস্থিতি আমরা চাই না।

তিনি বলেন, আমাদের চাওয়া না চাওয়ার ওপর তা নির্ভর করে না। সরকারের অপরিণামদর্শী কর্মকান্ডের কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকেই বহন করতে হবে। তিনি আরো বলেন, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে থাকবো। শত উস্কানীর মুখে অগণতান্ত্রিক পথে পা বাড়াবো না। সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাবো। মাওলানা নিজামী বলেন, সরকার কুরআন হাদীস বিরোধী আইন না করার ঘোষণা দিলেও এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলের আস্তানা গুঁড়িয়ে দেয়ার ঘোষণা দেয়া হচ্ছে। কুরআনে আগুন দেয়া হচ্ছে। ইসলামী বই পুস্তক নিয়ে খেলতামাশা শুরু হয়েছে।

তিনি বলেন, ইসলামী বইগুলোকে জিহাদী বই বলা হচ্ছে। জিহাদ ও সন্ত্রাস এক নয়। কুরআনেও তো জিহাদের কথা বলা হয়েছে। তাহলে কি মুসলমানদের ঘরে ঘরে থাকা কুরআন আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হবে? তিনি বলেন, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। হাজার হাজার মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশেই কুরআনের নিদের্শ মেনে বোরকা পরলে জঙ্গি বলা হচ্ছে। এর চেয়ে ইসলামের প্রতি ঠাট্টা আর কি হতে পারে? তিনি আরো বলেন, ধর্মপ্রাণ মুসলিম মা বোনদের জঙ্গি বলে চিহ্নিত করে হয়রানী করা হচ্ছে। এভাবে ধর্মপ্রাণ মা-বোনদের নিয়ে খেল তামাশা বন্ধ করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

এই দেশে কি ধর্ম পালন করা যাবে না? মা-বোনরা কি বোরকা পরতে পারবে না? বাংলাদেশকে কী সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তিনি বলেন, সরকার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির দরজা বন্ধ করার চেষ্টা করছে। অতীতে সেই চেষ্টা কারো জন্যই ভালো হয়নি। এ দরজা বন্ধ হলে অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক দরজা খুলে যায়। এটা কারো জন্যই শুভকর নয়। আবদুল কাদের মোল্লা বলেন, সরকারের কাছে রাজশাহীর ঘটনা আসল নয়। তাদের টার্গেট জামায়াত শিবিরকে উৎখাত করা, ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা। ঈমানের উপর আঘাত আসলে কোন মুসলমান বসে থাকবে না। মুজিবুর রহমান বলেন, সরকার পিছনের দিকে যেতে চায়। কিন্তু জনগণ সামনে যেতে চায়। তিনি পিছনের দিকে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি আহবান।

কার্টেসীঃ দৈনিক সংগ্রাম