শীতবস্ত্র বিতরণ করছেন আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদ
24 December 2010, Fri

মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, শুধু বক্তৃতা বা ক্ষমতা পরিবর্তন নয়, সমাজ উন্নয়নের জন্য সৎ, চরিত্রবান ও যোগ্য লোক প্রয়োজন। যত দিন সৎ ও যোগ্য লোক তৈরি না হবে তত দিন পর্যন্ত সমাজ ভালো হবে না। মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মগবাজারস্থ আলফালাহ প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মেডিকেল বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শাখা সভাপতি ডা: শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা: আবদুস সালাম। মকবুল আহমদ তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সব সময় সাধ্যমতো অসহায় মানুষের পাশে থেকেছে। কিন্তু জামায়াতের ইতিবাচক কাজের আলোচনা না করে অসত্য প্রচারণা চালানো হয়। তিনি অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, শুধু বক্তৃতা বা ক্ষমতা পরিবর্তন নয়, সমাজ উন্নয়নের জন্য সৎ, চরিত্রবান ও যোগ্য লোক প্রয়োজন। যতদিন সৎ ও যোগ্য লোক তৈরি না হবে ততদিন পর্যন্ত সমাজ ভালো হবে না। মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরে তিনি শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

https://goo.gl/PJ2RyZ