৩ নভেম্বর ২০২৩, শুক্রবার, ২:৪৯

নির্বাচনের প্রাক্কালে হয়রানি গণগ্রেফতার দেখতে চাই না : জাতিসঙ্ঘের মুখপাত্র

বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে কোনো ধরনের হয়রানি, গণগ্রেফতার বা সহিংসতা দেখতে চায় না জাতিসঙ্ঘ। গতকাল নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক এ কথা জানান। তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘হিউম্যান রাইটস ওয়াচের মতে, বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হয়রানি বা কারান্তরালে রাখা হলে নির্বাচন সুষ্ঠু হিসেবে বিবেচনা করা যাবে না। পুুলিশের গুলিতে মঙ্গলবার বিরোধী দলের অন্তত তিনজন কর্মী নিহত হয়েছে। সদস্য রাষ্ট্রের এ পরিস্থিতি কি জাতিসঙ্ঘ মহাসচিব গুরুত্বের সাথে নিচ্ছেন।’

জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রয়োজন। আমরা এটা পরিষ্কার করে বলেছি। আমরা বলেছি, এই মুহূর্তে (নির্বাচনের প্রাক্কালে) কোনো ধরনের হয়রানি, গণগ্রেফতার বা সহিংসতা আমরা দেখতে চাই না।

শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, নাগরিক সমাজসহ সবার দায়িত্ব রয়েছে। বাংলাদেশের জনগণ নিজেদের জন্য যা চায়, যুক্তরাষ্ট্রও তাই চায়। আর তা হলো শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে মিথ্যা পরিচায়দানকারী মিয়া আরেফী ও সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার কোনো ব্যবস্থা নেবে কি না প্রশ্ন করা হলে মিলার বলেন, এই ব্যক্তির কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। তবে ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, তিনি (মিয়া আরেফী) যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না।

 

https://www.dailynayadiganta.com/first-page/788686