২৯ অক্টোবর ২০২৩, রবিবার, ৭:৫০

সমাবেশের দিন ৮৪১ বিরোধী নেতাকর্মী কারাগারে

 

রাজধানীতে মহাসমাবেশের দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি- জামায়াতের ৮৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার সন্দেহ ও পুরাতন বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এ ছাড়াও সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলাধীন ৬টি থানা এলাকা থেকে গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে কদমতলী ৯, শ্যামপুর ২১, উত্তরা পশ্চিম ৩, ধানমণ্ডি ৮, হাজারীবাগ ৬, বিমানবন্দরে ১, দক্ষিণখান ৭, কামরাঙ্গীরচর ৪, লালবাগ ৬, বনানী ৮, বাড্ডা ৬, ভাটারা ৮, শাহ্‌ আলী ১, দারুসসালাম ২৪, শাহজাহানপুর ২৬, মতিঝিল ৬, পল্টন ১৮৪, শাহবাগে ২, রমনায় ১, রামপুরা ১, সবুজবাগ ৮, কলাবাগান ৩, খিলক্ষেত ১, ওয়ারী ২১, গেণ্ডারিয়া ১৫, আদাবর ৭, মোহাম্মদপুর ৭, হাতিরঝিল ৫৩, তেজগাঁও ১, তেজগাঁও শিল্পাঞ্চল ১, পল্লবী ২৩, কাফরুল ৭, মিরপুর ৬৬, শেরেবাংলা নগর ১, মুগদা ৪, খিলগাঁও ১২, যাত্রাবাড়ী ৫৭, ডেমরা ২৭ জন আসামি রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ ৯, সাভারে ১, ধামরাই ২, আশুলিয়া পাঁচজন আসামি রয়েছেন। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক ১৭৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

https://mzamin.com/news.php?news=80775