২৮ অক্টোবর ২০২৩, শনিবার, ৭:৪০

ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু ১৪৩১ জন হাসপাতালে ভর্তি

 

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে এ বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৭ জনে। একদিনে আরও ১ হাজার ৪৩১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩২৮ জনে দাঁড়িয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ২ লাখ ৬৪  হাজার ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৭ হাজার ৬২০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৬ হাজার ৪৪২ জন। মৃত ১ হাজার ৩১৭ জনের মধ্যে নারী ৭৪৯ জন এবং পুরুষ ৫৬৮ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫১৯ জন এবং রাজধানীতে ৭৯৮ জন। 

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৩১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৪৩১ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৯৮ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯২৯ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৮৬৯ জন।

চলতি বছরে এ পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ৮৮২ জন এবং নারী ১ লাখ ৫ হাজার ১৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৫ হাজার ৯৪৭ জন।

https://mzamin.com/news.php?news=80599