৮ অক্টোবর ২০২৩, রবিবার, ১০:১৬

ডেঙ্গুতে গতকাল মৃত্যু ১৫ আক্রান্ত ২১৫৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়।

গতকাল শনিবার সকাল ৮টার পর থেকে আগের ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৫ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯১২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন।

অক্টোবরের গত ৬ দিন ৮ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪১৬ জন এবং মৃত্যু হয়েছে ৯০ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ছিল ২ লাখ ২০ হাজার ৮২২ জন এবং এই রোগে মারা গেছে এক হাজার ৭৯ জন। আক্রান্তদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৫৮২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন।

https://www.dailynayadiganta.com/first-page/782612