১৫ মে ২০১৭, সোমবার, ১:০৭

১৬ মে মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা

আল্লামা সাঈদীকে সরকার সাজানো মিথ্যা মামলায় আমৃত্যু কারাদন্ড দেয়ার ব্যবস্থা করে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছে

বিশ্ববরেণ্য মুফাস্সিরে কুরআন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রেক্ষিতে আগামীকাল ১৬ মে মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ ও সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৫ মে নিম্নোক্ত যুক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“বিবৃতিতে তারা বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সরকার সাজানো মিথ্যা মামলায় আমৃত্যু কারাদন্ড দেয়ার ব্যবস্থা করে তাকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছে। এ দণ্ড মওকুফের জন্য তিনি রিভিউ আবেদন করেছিলেন। দেশবাসী আশা করেছিল যে, তিনি রিভিউ আবেদনে ন্যায় বিচার পেয়ে মুক্তি পাবেন। কিন্তু তার রিভিউ আবেদনটি খারিজ করে দেয়ায় তিনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

পিরোজপুরের বিশাবালী নামক জনৈক ব্যক্তিকে হত্যার মিথ্যা অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ হত্যাকাণ্ডের সাথে তার কোনক্রমেই জড়িত থাকার প্রশ্নই আসেনা। বিশাবালীর ভাই সুখরঞ্জনবালী আদালতে সাক্ষী দিতে যাওয়ার সময় তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে সাক্ষী দেয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়। তাকে সাক্ষী দিতে দেয়া হলে ঐ হত্যার সঠিক তথ্য উদ্ঘাটিত হত এবং আল্লামা সাঈদী বেকসুর খালাস পেতেন। সরকার পক্ষের বহু লোকের সাজানো সাক্ষী গ্রহণ করা হলেও নিহত বিশাবালীর পরিবারের কোন সদস্যের সাক্ষী গ্রহন না করে সত্যকে ধামাচাপা দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এ থেকেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন-উদ্দেশ্যেই আল্লামা সাঈদীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছেন। 

গভীর ষড়যন্ত্রের শিকার বাংলাদেশের আপামর জনতার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবীতে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৬ মে মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করছি।

ঘোষিত এ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি।”