২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৯:২৮

সারাদেশে সরকারের জুলুম-নির্যাতন ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল মিয়াজীসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সরকার সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে অব্যাহতভাবে গ্রেফতার করছে। রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমীর মরহুম আতাউর রহমানের পুত্র ইনান মুস্তাহিদ সাকিবকে এবং রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডলের পুত্র আবদুল্লাহ সাদিক আবিরকে ২১ ডিসেম্বর দুপুরে বেআইনিভাবে গ্রেফতার করেছে। উল্লেখ্য, ইনান মুস্তাহিদ সাকিবের মাতা ও আবদুল্লাহ সাদিকের নানী গত ১৫ ডিসেম্বর ইন্তিকাল করেছেন। তাদের শোকের ছায়া এখনো কাটেনি এবং ইনান মুস্তাহিদ সাকিব গুরুতর অসুস্থ। এমতাবস্থায় তাদের গ্রেফতার নিষ্ঠুর, নির্মম ও অমানবিক। আমরা পুলিশ প্রশাসনের এই অমানবিক ঘটনার নিন্দা জানাই।

তিনি আরও বলেন, জালিম সরকার গত ১৫ বছরে বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, আইনজীবী ও ছাত্রনেতাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করেছে এবং অনেককে হত্যা করেছে। তাদের জুলুম-নির্যাতন, দুঃশাসন ও দুর্নীতি দেশকে এক নৈরাজ্যজনক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। হামলা-মামলা দিয়ে বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে বাড়িছাড়া করা হয়েছে। বাড়িতে নেতাকর্মীদের না পেয়ে জালিম সরকার পরিবারের অন্য সদস্যদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ির মহিলারা রেহাই পাচ্ছেন না। গণগ্রেফতার চালিয়ে দেশটাকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে। চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল মিয়াজীসহ গত ২ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৫ জন নেতাকর্মীকের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি সরকারের এইসব জুলুম-নির্যাতন ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলার নায়েবে আমীর মাওলানা বিল্লাল মিয়াজীসহ সারাদেশে আটক সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”