৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৬:৫৪

মোজাম্মেল হক বাবুলসহ ৯ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সভাপতি জনাব মোজাম্মেল হক বাবুলসহ ৯ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৮ এপ্রিল এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “৬ এপ্রিল রাত ১০টায় জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোজাম্মেল হক বাবুলসহ ৯ জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে কোনো ধরনের বৈঠক বা আলোচনা সভা ছিল না। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। আমি পুলিশের এই অন্যায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বিবৃতিতে তিনি আরো বলেন, “সরকার মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির মুহূর্তে বেশ কিছু দিন হলো সারা দেশে গ্রেফতার অভিযান শুরু করেছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জুলুম-নিপীড়নের পরিণতি কখনো শুভ হয় না। ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের উপর জুলুম-নিপীড়ন চালিয়ে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

অবিলম্বে জুলুম-নিপীড়ন বন্ধ করে জনাব মোজাম্মেল হক বাবুলসহ জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”