৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ৭:১৯

মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে আইনজীবিদের সাক্ষাত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবি জনাব মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার নাজিব মোমেন আজ ৩১ মার্চ, ২০১৬ কাশিমপুর কারাগারে তার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে মাওলানা মতিউর রহমান নিজামী তার পক্ষ থেকে গত ২৯ মার্চ মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে যে রিভিউ আবেদন করা হয়েছে তার উপর শুনানীর জন্য আইনজীবিগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

মাওলানা নিজামী আপীল বিভাগের রায়ের বিভিন্ন অসংগতি ও ত্রুটি উল্লেখ করে বলেন, এই মামলায় সাক্ষীদের পরস্পর বিরোধী যে সব বক্তব্য ও তথ্যের গড়মিল রয়েছে তা আদালতে তুলে ধরতে হবে। সাক্ষীদের বিপরীত মুখী বক্তব্য আদালত বিবেচনায় নিলে এই মামলায় তাকে সাজা দেয়ার কোন কারণ নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। মাওলানা নিজামী আইনজীবিদের বলেন, আমি আশা করি দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করলে আমি খালাস পেয়ে জনগণের কাছে ফিরে যাব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সরকার হত্যা ও নির্মূলের যে পন্থা অবলম্বন করেছে তা তাদের জন্য মহাবিপর্যয় ডেকে আনবে। তিনি বলেন, রাষ্ট্রের এ্যাটর্নী জেনারেল বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্তে এ বিচার হচ্ছে। সুতরাং এখানে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্য দৃশ্যমান। মাওলানা নিজামী বলেন, ষড়যন্ত্র করে আদর্শকে উৎখাত করা যায় না। তিনি দেশবাসীকে সালাম জানিয়ে তার জন্য দোয়া করার আবেদন জানান।