৫ এপ্রিল ২০১৭, বুধবার, ১০:২৪

কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে আল্লামা সাঈদীর সাথে আইনজীবীগণের সাক্ষাত

মাননীয় আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং আমার রিভিউ আবেদন গৃহীত হবে- আল্লামা সাঈদী

দেশবাসীকে সালাম এবং দেশবাসীর নিকট দোয়া কামনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা প্রখ্যাত মুফাস্সিরে কুরআন ও সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাথে কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে আইনজীবীগণ সাক্ষাত করতে গেলে তিনি বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। সুপ্রীম কোর্টের মহামান্য আপীল বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করলে আমার রিভিউ আবেদন গৃহীত হবে। আমি বেকসুর খালাস পাব। ইনশাআল্লাহ।”

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মতিউর রহমান আকন্দ, সাইফুর রহমান, পারভেজ হোসেন এবং সাঈদী সাহেবের পুত্র মাসুদ সাঈদী আজ ৫ এপ্রিল বুধবার কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে আল্লামা সাঈদীর সাথে সাক্ষাত করতে যান।

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মামলার তালিকায় আল্লামা সাঈদীর রিভিউ আবেদনটি শুনানীর জন্য আসলে আইনজীবীগণ আইনী পরামর্শের জন্য তার সাথে সাক্ষাত করেন। আল্লামা সাঈদী রিভিউ আবেদনের জন্য আইনজীবীদেরকে আইনী প্রস্তুতি নিয়ে কোর্টে তার পক্ষে যুক্তি তুলে ধরার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, মাননীয় আপীল বিভাগের ৫জন বিচারপতি আমার আপীল মামলায় তিন ধরনের রায় দিয়েছেন। একজন বিচারপতি আমাকে মৃত্যুদন্ড দিয়েছেন। একজন বিচারপতি খালাস দিয়েছেন। তিনজন বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে একই মামলায় তিন ধরনের রায় নজীরবিহীন। এ থেকেই প্রমাণিত হয় যে, আমি ন্যায়বিচার পাইনি। সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরে আমি রিভিউ আবেদন করেছি। আমি আশা করি মাননীয় আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং আমার রিভিউ আবেদন গৃহীত হবে। আমি বেকসুর খালাস পাব এবং কুরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ।

আমি দেশবাসীকে সালাম জানাই এবং আমার প্রিয় দেশবাসীর নিকট দোয়া চাই।