২৪ জুন ২০১৭, শনিবার, ৬:২১

ট্রাক উল্টে ১৬ জন লোক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ

ঈদে মানুষ যাতে নিরাপদে বাড়ী যেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রীগণের প্রতি আহ্বান

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কলাবাড়ী নামক স্থানে একটি ট্রাক উল্টে ১৬ জন লোক নিহত ও অন্ততঃ ২৫জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পবিত্র ঈদুল ফিতরের ঠিক পূর্ব মুর্হূতে ট্রাক উল্টে ১৬ জন লোক নিহত ও অন্তত: ২৫ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

সরকারের মন্ত্রীগণ বলে বেড়াচ্ছেন যে, ‘এবার রাস্তায় কোন যানজট নেই। সড়কের অবস্থা ভালো।’ অথচ বাস্তব অবস্থা সম্পূর্ণ উল্টো। সকল সড়কেই তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। যানজটের কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কাজেই মানুষ যাতে স্বাচ্ছন্দে নিরাপদে বাড়ী যেতে পারে তার জন্য যদি তাদের কোন করণীয় থাকে তাহলে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্রাক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দান এবং আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্রাক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”