২২ জুন ২০১৭, বৃহস্পতিবার, ১:৪১

অনলাইন নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়ায় তীব্র প্রতিবাদ

সরকার অনলাইন পত্রিকার কণ্ঠ চেপে ধরার উদ্দেশ্যে ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ অনুমোদন করেছে

গণমাধ্যম অনলাইনের জন্য সম্প্রচার কমিশনের নিকট থেকে নিবন্ধন নেয়ার বিধান রেখে যে ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ এর খসড়া গত সোমবার ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২২ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার অনলাইন পত্রিকা বা পোর্টালগুলোর কণ্ঠ চেপে ধরার উদ্দেশ্যে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ অনুমোদন করেছে।

গণমাধ্যম অনলাইনের জন্য সম্প্রচার কমিশনের নিকট থেকে নিবন্ধন নেয়ার নিয়ম রেখে যে নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে তা মূলতঃ বাক-স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করার হীন উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এ নীতিমালা দেশের সাংবাদিক সমাজ ও দেশবাসীর নিকট গ্রহণযোগ্য নয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংবাদপত্রসহ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা শুরু করেছে। সরকার অন্যায়ভাবে আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভিসহ বেশ কিছু পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যম বন্ধ করে রেখেছে। এবার অনলাইন পত্রিকা বা পোর্টালগুলো বন্ধ করার ষড়যন্ত্র শুরু করেছে। মন্ত্রিসভায় অনুমোদিত ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ সরকারের হাতের অস্ত্র হিসেবেই ব্যবহৃত হবে। এ নীতিমালা গণতন্ত্র, আইনের শাসন ও বাক-স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী। মন্ত্রিসভায় অনুমোদিত অনলাইন নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের সাংবাদিক সমাজ, সুশীল সমাজ ও গণতন্ত্রকামী সকল মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা বিরোধী ‘জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭’ আইনে পরিণত করার পরিবর্তে অবিলম্বে তা বাতিল করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”