১৮ মে ২০১৭, বৃহস্পতিবার, ১:৫৪

সাত জন বাংলাদেশী নাগরিক কাতারের রাজধানী দোহায় ক্রেন দুর্ঘটনায় আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ

কাতারের রাজধানী দোহায় ক্রেন দুর্ঘটনায় সাত জন বাংলাদেশী নাগরিক আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৮ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের যে সব লোক কাতারে কর্মরত আছেন তারা সে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছেন। তারা পরিশ্রম করে উপার্জিত টাকা বাংলাদেশে পাঠিয়ে পরিবার-পরিজনদের ভরণপোষন করছেন এবং বাংলাদেশের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখছেন। তারা বিদেশে বাংলাদেশের সুনাম-সুখ্যাতি ও মর্যাদা বৃদ্ধি করছেন।

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গিয়েছে যে, দোহায় আহত ৭ জন বাংলাদেশীর মধ্যে ৪ জন বাংলাদেশী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি তাদের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।”