২৩ এপ্রিল ২০১৭, রবিবার, ৯:২৫

রাইস মিলে বয়লার বিস্ফোরণে ১০ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

মালিকরা পুরনো বয়লার ব্যবহার করার কারণেই কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষ নিহত হচ্ছে

দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন শ্রমিক দগ্ধ হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত ১০ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৩ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে ১০ জন নিহত হওয়া ও ১১ জন গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন থাকার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি যে, রাইস মিলের পুরনো বয়লার বিস্ফোরণে মাঝে মধ্যেই কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষ মারা যাচ্ছে। মালিকরা পুরনো বয়লার ব্যবহার করার কারণেই কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষ নিহত হচ্ছে। মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ও বয়লার ব্যবহার করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোঁজ-খবর নিয়ে দেখেন না। ফলে বয়লার বিস্ফোরণে মানুষের প্রাণহানি ঘটছে। এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বয়লার বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”