আমীরে জামায়াত

2023-12-23

রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ভাগাভাগির নির্বাচন বর্জন করুন

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জালিম সরকার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তারা গত ১৫ বছর যাবত জুলুম-নির্যাতন, দুঃশাসন ও দুর্নীতির মাধ্যমে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। সারাদেশে জুলুমতন্ত্র চলছে। মানুষের ভাত ও ভোটের কোনো অধিকার নেই। জীবনের নিরাপত্তা নেই। অবৈধ সরকার সিট ভাগাভাগির নির্বাচনের আয়োজন করেছে। গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ভাগাভাগির নির্বাচন বর্জন করতে হবে।

২৩ ডিসেম্বর, শনিবার, সকালে রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীর জনাব রেজাউর রহমান এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হকের সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

তিনি আরও বলেন, আল্লাহ আমাদের মনিব আর আমরা আল্লাহর দাস। দাসের একমাত্র কাজই হচ্ছে তার মনিবের হুকুম তালিম করা। তাই আমাদেরকে আখিরাতে মুক্তির জন্য আল্লাহর দাসত্ব ও রাসূল সা. এর আনুগত্য করতে হবে। আল্লাহর দাসত্ব করতে হলে আমাদেরকে তাঁর আইন অনুযায়ী চলতে হবে। সমাজে আল্লাহর আইন চালু না থাকলে আল্লাহর বিধান মেনে চলা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলে মিলে সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। আমাদের নিয়মিত কুরআন ও হাদীস অধ্যয়ন করতে হবে। শাহাদাতের তামান্না বুকে ধারণ করে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমাদেরকে মাল ও জানের নজরানা পেশ করতে হবে। বেশি বেশি সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে। তিনি সহযোগীদেররকে কর্মী হওয়ার জন্য আহবান জানিয়েছেন।