আরও

৪ জুলাই ২০২৩, মঙ্গলবার

সুইডেনে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনায় দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ঘোষণা

২৮ জুন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন মাজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনা বাংলাদেশসহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আগামী ৭ জুলাই সারা বিশ্ব এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানাবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানগণও ঐ দিন বাদ জুমআ দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবে।

এই প্রতিবাদ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে সফল করে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, মহাগ্রন্থ আল কুরআন বিশ্ব মানবতার মুক্তির দিশারী। কুরআন মাজিদ সার্বজনিন ও বিশ্বজনিন। কুরআন মাজিদ সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব। বাংলাদেশের মানুষ যাতে এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে করতে পারে সে জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।