২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

সমাজের সর্বস্তরের মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেন, টার্গেট ভিত্তিক কাজের মাধ্যমে সংগঠনের অবস্থান মজবুত এবং সম্প্রসারণ করতে হবে। সেক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।"

২৩ ফেব্রুয়ারি জুমা'বার বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মুহা. মোবারক হোসাইন আকন্দের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আব্দুস সাত্তার, জেলার নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফায়জুল করীম মনোয়ার ও আমিনুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, "তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ইউনিট সভাপতি সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেজন্য সর্বোচ্চ আন্তরিকতা এবং আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল কাজের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন ও বার্ষিক ও মাসিক পরিকল্পনা তৈরি করে সংগঠনকে আরও তৃণমূলে পৌঁছে দিতে হবে।"