৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার

ঝিনাইদহ জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান গণআন্দোলন বাস্তবে রূপ দেয়ার জন্য কাজ করে যাচ্ছে

অতীতে সরকার বিরোধী কোনো আন্দোলন জামায়াত ছাড়া সফল হয়নি। দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী অতীতে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করেছে। বর্তমানেও জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান গণআন্দোলন বাস্তবে রূপ দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।

৯ সেপ্টেম্বর শনিবার ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আব্দুল আওয়াল-এর সঞ্চালনায় ভার্চুয়ালি কর্মী সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন উপরোক্ত কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়াও ঝিনাইদহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

তিনি আরও বলেন, ফখরুদ্দিন-মইনুদ্দিনদের অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান আওয়ামীলীগ সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবে না। আর এ জন্য দরকার একটি সফল গণআন্দোলন। এ আন্দোলনে ঝিনাইদহ জেলাকে অতীতের মত ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমান জালেম সরকার গত ১৫ বছর যাবত জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। তারা বিরোধী মতের মানুষের বিরুদ্ধে হামলা-মামলা দিয়ে, গুম ও খুন করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তারা দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান জুলুমবাজ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। জনগণের দাবি-সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সভাপতির আলোচনায় জেলা আমীর জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর আগামী দিনে জামায়াতে ইসলামী ঘোষিত যে কোনো কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।