৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

রংপুর জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই- মাওলানা আবদুল হালিম

রুকনদেরকে ৪ পর্যায়ের মান অক্ষুণ্ণ রাখতে হবে- দ্বীনি মান, নৈতিক মান, চারিত্রিক মান ও সাংগঠনিক মান। রুকনদেরকে সকল মান সমুন্নত রাখার জন্য কুরআন-হাদীস ও সিরাতে রাসূল (সা.) অধ্যয়নে মনোনিবেশ করতে হবে এবং আদর্শিক সর্বোচ্চ মানে উন্নীত হতে হবে। মনে রাখতে হবে- আমাদের ২ জন মন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমাণ করে গেছেন যে, আল্লাহর ভয় ও জবাবদিহির অনুভূতি থাকলে লোভ ও দুর্নীতিমুক্ত থাকা সম্ভব, যা রাষ্ট্র ও আমাদের জন্য উদাহরণ। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জেলা হতে ইউনিট পর্যন্ত নির্বাচনী যাবতীয় কাজ অগ্রাধিকার ভিত্তিতে আনজাম দেয়ার জন্য তৎপরতা বৃদ্ধি করতে হবে।

০৬ সেপ্টেম্বর, বুধবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনের প্রধান অতিথি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সৈরাচারী সরকার ২০১৪ সালের নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করে একটি প্রতারণার নির্বাচন করে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে করে দেশের জনগণকে ধোঁকা দিয়েছে। বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। সরকারের শীর্ষ নেতৃবৃন্দ বেসামাল বক্তব্য দিতে শুরু করেছেন- যা তাদের হতাশার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জামায়াতের ১১ জন শীর্ষ নেতা জীবন দিয়ে আল্লাহর মেহমান হয়েছেন। ৫ জনকে ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। ৫ জন জেলখানায় ইন্তিকাল করেছেন, আরেকজন পুলিশের জুলুমের শিকার হয়ে হাসপাতালে ইন্তিকাল করেছেন। আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন,তবু জালিমের কাছে এক মুহূর্তের জন্য আপস করেননি।

বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, আন্দোলন ও নির্বাচন দুটিকে সামনে রেখে আমাদেরকে এখন থেকে কার্যকর পদক্ষেপ নিয়ে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে রুকনদেরকে সামনের কাতারে থেকে যাবতীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হকের সঞ্চালনায় দারসুল হাদিস পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল খালেক।