৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম গতিশীল করতে হবে- মাওলানা আবদুল হালিম

বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। এ জালিম সরকারকে যত দ্রুত হটানো যাবে, জাতি তত দ্রুতই রেহাই পাবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম গতিশীল করতে হবে এবং এ দাবি আদায়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা রাখতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি এখন সারাদেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ৬ সেপ্টেম্বর, বুধবার, ভার্চুয়ালি ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান মেহমানের আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম উপরক্ত কথা বলেন।

জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলন বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য মাওলানা আব্দুল খালেক, দিনাজপুর জেলার সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক প্রমুখ।