২৪ জুন ২০২৩, শনিবার

কেয়ারটেকার সরকার ব্যবস্থা হলো জনগণের ভোটাধিকার রক্ষাকবজ- মোবারক হোসাইন

দিনের ভোট রাতে চুরি করে এবং শুধু একটি দলকে সুযোগ-সুবিধা দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন ব্যবস্থাকে একটি খেল-তামাশায় পরিণত করেছে। যেখানে সাধারণ জনগণের ভোটাধিকার আজ ভূলুন্ঠিত। এ অবস্থায় জনগণকে ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে যে, কেয়ারটেকার সরকার ব্যবস্থা হলো জনগণের ভোটাধিকার রক্ষাকবজ।

২৪ জুন শনিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার জামায়াতে ইসলামীকে নির্মম ও নিষ্ঠুরভাবে আঘাত করে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বরং জামায়াতে ইসলামী আরো শক্তিশালী হয়েছে। যার প্রমাণ গত ১০ জুনের সফল সমাবেশ। আমাদের সফলতা দেখে আমাদের বিরূদ্ধে নানামুখি চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, আর মহান রবের কাছে ধরণা দিতে হবে। সাথে সাথে আল্লাহর ওপর ভরসা করে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো: আবু বকর বলেন, আমাদের জাতি আজ এক জালিম শাষকের হাতে বন্দি। এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেতে আমাদের সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান, সেক্রেটারী আব্দুল আওয়াল এবং সহকারি সেক্রেটারী মো: আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমীর জনাব ফারুক আহম্মদ।