৬ জুন ২০১৭, মঙ্গলবার

সন্ত্রাসী হামলায় লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

বিবেকবান সকল মানুষকেই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে

গত ৩ জুন রাতে যুক্তরাজ্যের রাজধানীতে অবস্থিত লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে সন্ত্রাসী হামলায় ৭ জন লোক নিহত এবং ৫০ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৬ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ৩ জুন রাতে যুক্তরাজ্যের রাজধানীতে অবস্থিত লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে সন্ত্রাসী হামলায় ৭ জন লোক নিহত এবং ৫০ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনা মানবতাবিরোধী। এ ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।

সন্ত্রাসী হামলা যে নামেই করা হোক না কেন তা নিন্দনীয়। সন্ত্রাসীদের তাণ্ডবে বিশ্ব সভ্যতা বর্তমানে হুমকির মুখে পড়েছে। বিবেকবান সকল মানুষকেই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে । সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে । আমি আশা করি যুক্তরাজ্য সরকার সন্ত্রাস দমন করে সে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বিধান করতে সক্ষম হবেন।

সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও যুক্তরাজ্য সরকার এবং জনগণ ও আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”