২৬ আগস্ট ২০২৩, শনিবার

আবদুল ওয়াহেদ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সদস্য (রুকন) ও মহানগরীরর সাবেক বায়তুলমাল সেক্রেটারি আবদুল ওয়াহেদ চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট সকাল সোয়া ৬টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ২৬ আগস্ট সকাল ১১টায় জালালাবাদ টাওয়ারে প্রথম জানাযা এবং গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে। জানাযার পূর্ব মুহূর্তে মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মুহাম্মাদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমিন, জামায়াত নেতা ডা. আনোয়ারুল আজিম, আল জাবের ইনস্টিটিউটের শিক্ষক খায়রুল ইসলাম, মরহুমের ছেলে বোরহান উদ্দিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ এবং এফএম ইউনুছ, জামায়াত নেতা ডা. মুহাম্মাদ ছিদ্দিকুর রহমান, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু মুসল্লি জানাযায় শরীক হন।

শোকবাণী

আবদুল ওয়াহেদ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৬ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আবদুল ওয়াহেদ-এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন গভীর শোক প্রকাশ করে বলেন, আবদুল ওয়াহেদ ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।