১৪ আগস্ট ২০২৩, সোমবার

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার উদাত্ত আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তি দিয়ে তাঁর পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার এবং তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৪ আগস্ট নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৩ আগস্ট বিকালে হার্টে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। প্রথমে তাঁকে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও পরিস্থিতির অবনতি হওয়ার কারণে রাতেই তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অসুস্থতার খবরে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। তাঁর অসুস্থতার খবরে তাঁর পরিবার-পরিজন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ গোটা জাতি গভীরভাবে উদ্বিগ্ন।

প্রায় ৮৪ বছর বয়স্ক আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। এ ছাড়াও তিনি পায়ের গিড়ায় ব্যাথাসহ বার্ধক্যজনিত নানান জটিল রোগে আক্রান্ত। অপরের সাহায্য ছাড়া তিনি একাকি হাঁটা-চলা ও উঠা-বসা কোনোটাই করতে পারেন না। এ মতাবস্থায় মানবিক কারণে তাঁকে মুক্তি দিয়ে নিজ পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে দেশে অথবা বিদেশে তাঁকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবিক কারণে মুক্তি দিয়ে তাঁর পরিবারের তত্ত্বাবধানে তাঁর পছন্দ অনুযায়ী মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেশবাসী এবং প্রবাসে বিশেষ করে মক্কা-মদিনায় অবস্থানরত ভাই-বোনদের প্রতি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”