২১ জুলাই ২০২৩, শুক্রবার

জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সমাবেশের অনুমতি না দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সমাবেশের অনুমতি না দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা গত ১৫ জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে আবেদন করে। ১৪ জুলাই সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা না করে পুলিশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মীকে আটক করে এবং সমাবেশস্থলের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে। পরবর্তীতে সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আবারো ২১ জুলাই সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের নিকট আবেদন করা হয়। প্রশাসন সহযোগিতার পরিবর্তে আজ ২১ জুলাই সমগ্র সিলেট জুড়ে পুলিশ মোতায়েন করে এক যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করছে।

আগামী নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র কয়েক মাস বাকী। এখনো দেশে নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলোর মৌলিক সাংবিধানিক অধিকার হলো মিছিল, মিটিং, সভা-সমাবেশ করা। অথচ জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে দেয়া হচ্ছে না। সারাদেশে জামায়াতের কার্যালয়গুলোকেও এখনো অবরুদ্ধ করে রাখা হয়েছে।

অবিলম্বে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।