১ জানুয়ারি ২০১৭, রবিবার

জেলা/মহানগরী গঠন ও কাজ

১। আমীরে জামায়াত বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া সাংগঠনিক জেলা/মহানগরীর সীমা নির্ধারণ করিতে পারিবেন।
২। জেলা/মহানগরী সদস্য সম্মেলন, জেলা/মহানগরী আমীর, জেলা/ মহানগরী মজলিসে শূরা এবং জেলা/মহানগরী কর্মপরিষদ সমন্বয়ে জেলা/মহানগরী জামায়াত গঠিত হইবে।
৩। জেলা/মহানগরী জামায়াত কেন্দ্রীয় জামায়াতের অধীনে হইবে এবং উহার সহিত সরাসরি সম্পর্ক রক্ষা করিয়া চলিবে।