৬ জানুয়ারি ২০১৭, শুক্রবার

শিল্প

১. শিল্পের সম্প্রসারণ, স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং শিল্প পণ্য রফতানি বৃদ্ধির লক্ষ্যে সরকারী ও বেসরকারী উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত শিল্প-কারখানা স্থাপন করা হবে।
২. তেল, গ্যাসসহ খনিজ সম্পদ বিষয়ে জাতীয় নীতি প্রণয়ন করে দেশীয় উদ্যোগে তেল গ্যাস ও কয়লার অনুসন্ধান ও উত্তোলনকে অগ্রাধিকার এবং বিদেশী উদ্যোগের সাথে চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
৩. গার্মেন্টস শিল্প বিকাশে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং এ শিল্প ধ্বংস করার সকল অপচেষ্টা প্রতিহত করা হবে।
৪. গার্মেন্টসসহ সকল শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিকদের ন্যূনতম মজুরী, আর্থিক সুবিধাদি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
৫. ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে প্রয়োজনীয় সরকারী সাহায্য প্রদান করা হবে। তাঁত, পাট, চামড়া, চা, চিনি, লবণ শিল্পের সম্প্রসারণ, সংস্কার, উন্নয়ন ও আধুনিকীকরণের উদ্যোগ নেয়া হবে।
৬. খনিজসম্পদ ও বনজসম্পদকে ব্যবহার করে পেট্রোক্যামিকেল্স ইন্ডাষ্ট্রিজ, সার কারখানা, সিমেন্ট, খাদ্য ও ফলমূল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা হবে।
৭. শিল্প কারখানায় কম্বাইন্ড বারগেইনিং এজেন্ট (সিবিএ) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা যেন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে না পড়ে এবং নিজ নিজ দায়িত্ব পালনে অবহেলা না করে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
৮. ঔষধ শিল্পের বিকাশকে উৎসাহিত করা হবে।