
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের মাটি উর্বর, মানুষ পরিশ্রমী। উত্তরবঙ্গকে ইচ্ছে করে পিছিয়ে রাখা হয়েছে। দশ দল ক্ষমতায় এলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে। এই উত্তরবঙ্গ হবে দেশের বাণিজ্যিক রাজধানী।
২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চগড় জেলার ঐতিহাসিক চিনিকল মাঠে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের সর্ব উত্তরের এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
আরও বক্তব্য রাখেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) উপজেলার ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিউল আলম ওরফে সফিউল্লাহ ...

আমি বিশ্বাস করি যে, দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন-ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরণের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিক ভাবে সমর্থন করি।
রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামীর সহিত সযোগীতা করিব।
আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব।